আমার সম্পর্কে

আমি ইঞ্জিনিয়ার আরিফ আনোয়ার; পরিবার ও বন্ধুদের কাছে ‘অচিন’ নামেও পরিচিত। ২০০৮ সাল থেকে আমি ওয়াটার ও ওয়েস্টওয়াটার ট্রিটমেন্ট সংক্রান্ত টেকনিক্যাল সমাধানের পথে হাঁটছি। এরই মধ্যে ১৭ বছরেরও বেশি সময় কেটে গেছে, তবুও প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি।

আমি কী করি

আমি মূলত Effluent Treatment Plant (ETP), Water Treatment Plant (WTP) এবং Recycling (RO) Systems নিয়ে কাজ করি। বাংলাদেশের টেক্সটাইল, কেমিকাল & ডাইস্টাফস, ফুড & বেভারেজ, টোব্যাকো, ফার্মা, হাসপাতাল, হার্ডওয়্যার & মোটরস-সহ বিভিন্ন শিল্পখাতে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এ পথে আমি দেখেছি — কারখানা, নদী আর সমাজ কেমনভাবে একে অপরের সাথে যুক্ত থাকে; কখনো সৌহার্দ্যে, আবার কখনো সংঘাতে। এই অভিজ্ঞতাগুলোই আমাকে পানির টেকনিক্যাল দিকের পাশাপাশি মানবিক দিকগুলোতেও আগ্রহী করেছে।

কাজের ধরন

আমি অনেক সময় প্লান্টে কাটাই — অপারেটর ও প্লান্ট স্টাফদের সাথে থেকে বাস্তব সমস্যার সমাধান খুঁজতে। এই ভূমিকার মধ্য দিয়ে আমি MBR (Membrane Bioreactor) প্রযুক্তি নিয়ে কাজ করেছি, পুরনো ট্রিটমেন্ট প্লান্টগুলোর রেট্রোফিট করেছি এবং কীভাবে শিল্পগুলো আরও টেকসইভাবে পানি পুনঃব্যবহার করতে পারে, তা নিয়ে শিখেছি। শেখার জিনিসগুলো লিখে রাখা এবং অন্যদের সাথে ভাগ করে নেওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ জ্ঞান কেবল ভাগাভাগিতেই বাড়ে।

এর আগে

আমি পড়াশোনা করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (SUST)-এ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। সেই শিক্ষা আমার জন্য ভিত্তি তৈরি করেছে, তবে সত্যি বলতে ব্যবহারিক কাজ, সহকর্মীদের সাথে ট্রাবলশুটিং এবং বইয়ের বাইরে বাস্তব সিস্টেম পর্যবেক্ষণই আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছে।

কেন এই ব্লগ

এই ব্লগ কোনো সেবা বা ব্যবসার জন্য নয়। এখানে আমি চিন্তাভাবনা, ক্যালকুলেশন, কেস-নোটস, এমনকি মাঝে মাঝে ভুল থেকে শেখাও শেয়ার করি — আশা করি এতে বাংলাদেশে তরুণ ইঞ্জিনিয়ার বা ইটিপি অপারেটররা কিছু না কিছু উপকার পাবেন।

ব্যক্তিগত উপলব্ধি

এতগুলো বছর আমাকে একটাই জিনিস শিখিয়েছে — পানির সামনে বিনয়ী হতে হয়। যত ফর্মুলা বা আধুনিক প্রযুক্তিই ব্যবহার করি না কেন, শেষ কথা বলে পানি নিজেই। আমাদের কাজ হলো মন দিয়ে শোনা, তার বিজ্ঞানকে সম্মান করা, এবং তাকে প্রতিরোধ না করে বরং সমঝতা করা।

যোগাযোগ

আপনি যদি যোগাযোগ করতে আগ্রহী হন, আমি সবসময় উন্মুক্ত:

LinkedIn: linkedin.com/in/engrarifanwar

Facebook: facebook.com/ArifAnwarOchin